রাজ্যে মিউজিয়ামে গ্রুপ-c পদে নিয়োগ, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পাশে চাকরি

রাজ্যে মিউজিয়ামে গ্রুপ-c পদে নিয়োগ, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পাশে চাকরি

রাজ্যের ছেলে-মেয়ে সকল চাকরিপ্রার্থীদের জন্য আজকে আরো একটি চাকরির দারুন
আপডেট। রাজ্যে মিউজিয়ামে বিভিন্ন পোষ্টে গ্রুপ-c নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু
 হল। নিয়োগটি করা হবে ‘বিরলা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনলজিকাল মিউজিয়াম’
(bitm)-এ। আপনাকে জানিয়ে রাখি, এটি ভারতের মিনিস্ট্রি অফ কালচারের
মাধ্যমে পরিচালিত হয়। এই নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি লক্ষ্য করতে হবে।

এইবার তাহলে জেনে নেওয়া যাক- রাজ্যের মিউজিয়ামে কোন কোন পোষ্টে নিয়োগ
 করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, শুন্যপদ কয়টি আছে, বেতন কত এবং
 কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি বিষয়।
Kolkata BITM Recruitment 2022
নোটিশ নম্বরঃ  1/2022
পোস্টগুলির নাম এবং বিস্তারিত তথ্য




(1) পোষ্টের নাম- অফিস অ্যাসিস্ট্যান্ট (Office Assistant- Grade-III)


বেতন- পে লেভেল 2 অনুযায়ী প্রতি মাসে 19,900 – 63,200 টাকা
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। প্রতি মিনিটে 35 টি ইংরেজি
শব্দ টাইপ করতে পারতে হবে।

শুন্যপদ- 2 টি

(2) পোষ্টের নাম- এডুকেশন অ্যাসিস্ট্যান্ট (Education Assistant ‘A’)


বেতন- পে লেভেল 5 অনুযায়ী প্রতি মাসে 29,200 – 92,300 টাকা

শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞানের বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। বিষয় হিসেবে
 ফিজিক্স এবং তার সাথে যেকোনো দুটি  কম্বিনেশন বিষয় থাকতে হবে- কেমিস্ট্রি,
গণিত, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, অ্যাস্ট্রোনমি, জিওলজি এবং স্ট্যাটিস্টিক্স।

শুন্যপদ- 1 টি

(3) পোষ্টের নাম- এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট (Exhibition Assistant ‘A’)


বেতন- পে লেভেল 5 অনুযায়ী প্রতি মাসে 29,200 – 92,300 টাকা

শিক্ষাগত যোগ্যতা- ভিজুয়াল আর্টস/ ফাইন আর্টস/ কমার্সিয়াল আর্টস- এই বিষয়
গুলির মধ্যে যেকোনো একটিতে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।

শুন্যপদ- 1 টি

(4) পোষ্টের নাম- টেকনিশিয়ান- ফিটিং (Technician ‘A’ – Fitting)


বেতন- পে লেভেল 2 অনুযায়ী প্রতি মাসে 19,900 – 63,200 টাকা

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করতে হবে এবং উক্ত ট্রেডের আই.টি.আই
সার্টিফিকেট থাকতে হবে। সেইসাথে এক বছরের কাজ করার অভিজ্ঞতা।

শুন্যপদ- 1 টি

(5) পোষ্টের নাম- টেকনিশিয়ান কার্পেন্ট্রি (Technician ‘A’- Carpentry)


বেতন- পে লেভেল 2 অনুযায়ী প্রতি মাসে 19,900 – 63,200 টাকা

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করতে হবে এবং উক্ত ট্রেডের আই.টি.আই
সার্টিফিকেট থাকতে হবে। সেইসাথে এক বছরের কাজ করার অভিজ্ঞতা।

শুন্যপদ- 1 টি

(6) পোষ্টের নাম- টেকনিশিয়ান- ইলেকট্রিকাল (Technician ‘A’- Electrical)


বেতন- পে লেভেল 2 অনুযায়ী প্রতি মাসে 19,900 – 63,200 টাকা

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করতে হবে এবং উক্ত ট্রেডের আই.টি.আই সার্টিফিকেট
 থাকতে হবে। সেইসাথে এক বছরের কাজ করার অভিজ্ঞতা।

শুন্যপদ- 1 টি
বয়সসীমাঃ

প্রতিটি পোষ্টের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 25 – 35 বছরের মধ্যে থাকতে হবে।
SC, ST শ্রেনির আবেদনকারীরা পাঁচ বছরের এবং OBC শ্রেনির আবেদনকারীরা
 তিন বছরের ছাড় পাবে।
আবেদন প্রক্রিয়াঃ

বিরলা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনলজিকাল মিউজিয়াম’-এর অফিসিয়াল ওয়েবসাইট
(bitm.online) থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীদের
 সুবিধার জন্য নিচে আবেদন করার লিংক দেওয়া রয়েছে। ঐ লিংকে ক্লিক করে
আবেদনকারীকে তার সমস্ত তথ্য পূরণ করে এবং ছবি ও সিগনেচার আপলোড করে
আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন ফিঃ

200 টাকা আবেদন ফি লাগবে। মহিলা, PwD এবং ESM শ্রেনিদের ক্ষেত্রে
কোনো আবেদন ফি লাগবে না। 02.02.2022 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে
 আবেদন ফি জমা করতে হবে।
আবেদন শুরু     04.01.2022
আবেদন শেষ    31.01.2022

Apply Click 

Download notice 

মন্তব্যসমূহ